পিকে ছবিতে আমিরের দেখানো পথে এবার হাঁটবেন সালমান খান। ‘পিকে’ ছবিতে নগ্ন হয়ে ক্যামেরার সামনে এসেছেন মিস্টার পারফেক্টশনিস্ট। এবার পাল্লা সালমানের। তৈরি হতে চলেছে ‘বডিগার্ড’ সিনেমার সিক্যুয়াল। আর ছবিতে চরিত্রের প্রয়োজনে বিবস্ত্র হতে হবে সালমান খানকে।
সালমান ও কারিনার ছবি ‘বডিগার্ড’ ছিল সুপারডুপার হিট। আর সে কারণে এই ছবির সিক্যুয়াল তৈরির কথা ভাবে রেখেছিলেন ছবির পরিচালক ও প্রযোজক সংস্থা। কিন্তু ভালো স্ক্রিপ্টের অভাবে আটকে ছিল ছবির কাজ।
সম্প্রতি শোনা যাচ্ছে প্রযোজক অতুলের একটি স্ক্রিপ্ট বেশ পছন্দ হয়েছে। আর এই গল্প অনুসারে ছবির নায়ক কে চরিত্রের প্রয়োজনে নগ্ন হতে হবে। আর ছবির নায়ক যেহেতু সালমানই ঠিক হয়ে আছে। তাই এবার নগ্ন হয়ে ফ্রেম বন্ধী হবেন তিনি।
বিডি-প্রতিদিন/ ০৭ জানুয়ারি ১৫/ সালাহ উদ্দীন