ভবিষ্যতে কোনো ভালো গল্প পেলে ফের বর্ষীয়ান অভিনেত্রী রেখার সঙ্গে অভিনয়ের আভাস দিয়েছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। অাজ মুম্বাইয়ে তার বহু প্রতীক্ষিত মুভি 'শামিতাভ'র ট্রেলার প্রকাশ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে একথা বলেন বিগ বি অমিতাভ। খবর দ্য হিন্দুর
'শামিতাভ' মুভিটি পরিচালনা করেছেন আর বালকি। রেখা ও অমিতাভকে একত্রে রেখে একটি মুভি বানাতে চান বলে বালকি নাকি অমিতাভকে রীতিমতো হুমকি দিচ্ছেন-জানান অমিতাভ। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে ৭২ বছর বয়সী অমিতাভ বলেন, 'বালকি আমাকে নিয়মিত হুমকি দিয়ে যাচ্ছে যে সে আমাদের দু'জনকে একত্রে রেখে একটি মুভি বানানোর পরিকল্পনা করছে। এ লক্ষ্যে কেউ উপযুক্ত গল্প নিয়ে আসতে পারে কিনা তার অপেক্ষায় রইলাম। তারপর কেন নয়।'
অমিতাভ ও রেখাকে বলিউডের রূপালি পর্দার সব সময়ের জনপ্রিয় জুটি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তারা দু'জন একত্রে 'সালসিলা', 'মি. নাটোয়ারলাল' ও 'মুকাদ্দার কে সিকান্দার' নামে মুভিতে অভিনয় করেছেন।
উল্লেখ্য, 'শামিতাভ'এ আরো অভিনয় করেছেন দক্ষিণী অভিনেতা ধানুশ ও আকশারা হাসান। মুভিটি আগামী ৬ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ৭ জানুয়ারি ২০১৫/শরীফ