পর্ণোজগত ছেড়ে সোজা বলিউডে। কয়েকটি ছবিতে অভিনয়ের পাশাপাশি আইটেম গানের সুবাদে অল্প সময়েই ব্যাপক পরিচিতি লাভ। সবই হয়েছে। তবে এখন পর্যন্ত কোন সিনেমায় সিরিয়াস চরিত্রে অভিনয়টা হয়ে ওঠেনি। মূলতঃ নির্মাতারাই এ ব্যাপারে নারাজ। ছবির 'টেম্পার' বাড়াতেই শুধু তাকে রাখা। তবে এবার সে বোধহয় সেই অবস্থানে পরিবর্তন আসছে। কপাল খুলছে সানির।
এবার 'বেঈমান লাভ' সিনেমায় দেখা মিলবে একদম অন্য সানির। এই প্রথম তাকে দেখা যাবে সিরিয়াস এক চরিত্রে। সিনেমাটির পরিচালক রাজিভ চৌধুরী। এতে সানির বিপরীতে দেখা যাবে রজনিস দুগ্গলকে।
এ সিনেমায় প্রথমে সানিকে দেখা যাবে হাসিখুশি এক মেয়ের ভূমিকায়। কিন্তু বিরতির পরেই হবে ভোলবদল। বদলে যাবেন চেনা সানি। তখন তাকে দেখা যাবে সিরিয়াস বিজনেস ওম্যান হিসেবে।
বলিউডে সানিকে যতটা সেক্স সিম্বল হিসেবে তুলে ধরা হয়েছে, ততটা খেয়াল রাখা হয়নি তার অভিনয়ের দিকে। এ সিনেমা ভাঙতে চলেছে সানির সেই জার্নি। এখানে তাকে অভিনেত্রী হিসেবে আরও বেশি তুলে ধরা হবে। সানির চরিত্রটি এমন একটি মেয়ের, যে নিজের চেষ্টায় বদলে দেবে নিজের ভাগ্যের গতিপথ। সিনেমার কাহিনীর সঙ্গে খানিকটা মিল আছে সানির নিজের জীবনেরও। তাই এ চরিত্রে সানি লিওনকে অন্যরকম ভাবে দেখার প্রত্যাশায় রয়েছেন অনেকেই।
বিডি-প্রতিদিন/০৭ জানুয়ারি ২০১৫/আহমেদ