শৈশবে তামিল ছবির মাধ্যমেই ক্যামেরার চলচ্চিত্রে আগমন ঘটে অভিনেত্রী শ্রীদেবীর। আবারও শৈশবের স্মৃতিবিজড়িত সেই তামিল ছবিতেই ফিরছেন বলিউডের চাঁদনীখ্যাত এ অভিনেত্রী।
বেশ কয়েক বছর বিরতির পর 'পুলি' নামের একটি তামিল ছবিতে তাকে দেখা যাবে। টুইটারে এ তথ্য জানিয়ে তিনি জানিয়েছেন, এ ছবিতে তার কাজের অভিজ্ঞতা বেশ মজার।
অন্যদিকে শ্রীদেবী-অভিনীত পুলি ছবিটিতে নায়কের ভূমিকায় আছেন বিজয়, নায়িকা হংসিকা। এছাড়াও কাজ করছেন শ্রুতি হাসান, সুদীপ প্রমুখ।
এখানে শ্রীদেবী হংসিকার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। উল্লেখ্য, দীর্ঘ সময় বিরতির পর 'ইংলিশ ভিংলিশ'-এর মাধ্যমে হিন্দি ছবিতেও প্রত্যাবর্তন করেন তিনি।
বিডি-প্রতিদিন/০৬ জানুয়ারি, ২০১৫/মাহবুব