বর্তমান ব্যস্ততা কি নিয়ে?
আগামী ১০ জানুয়ারি শিল্পকলায় অংশ নিচ্ছে আমার শিল্পী সংগঠন 'উত্তরায়ন'। 'গল্প গানে রবীন্দ্রনাথ' শিরোনামের এই অনুষ্ঠানে আমরা পরিবেশন করব রবীন্দ্রনাথের বেশকিছু গান। একই সঙ্গে গানের পিছনের নানা গল্পও উপস্থাপন করব। আমি মনে করি, এটি একটি ভিন্ন ধরনের পরিবেশনা হবে। আমরা রবীন্দ্রনাথের অনেক গান শুনেছি কিন্তু পিছনে যে মধুর গল্প লুকিয়ে আছে তা হয়তো অনেকেই জানে না। আমার বিশ্বাস, পরিবেশনাটি সবার ভালো লাগবে। কারণ পরিবেশনাটি ভিন্ন স্বাদের হবে নিঃসন্দেহে।
নতুন কোনো অ্যালবাম করছেন?
দেশে বর্তমানে কোনো নতুন অ্যালবামের কাজ করছি না। কারণ দেশের প্রযোজকরা কেমন জানি উদাসীন। কিন্তু কলকাতাতে আমার একটি একক রবীন্দ্রসংগীতের অ্যালবাম প্রকাশ হবে শীঘ্রই। ১০টি ভিন্ন ধারার গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। কিন্তু নামটি আমি এখনো বলতে পারছি না। সব কিছু চূড়ান্ত হবে।
কলকাতার অনেক ছবিতে রবীন্দ্রনাথের অনেক গান ব্যবহার করা হয়। কিন্তু আমাদের দেশে তেমন ব্যবহার করা হয় না কেন?
শুধু কলকাতার ছবিতে নয় তাদের অনেক টিভি নাটকেও রবীন্দ্রনাথের অনেক গান ব্যবহার করা হয়। রবীন্দ্রনাথের গানকে সবার মধ্যে ছড়িয়ে দিতে এর থেকে ভালো মাধ্যম আর হয় না। এমনিতে আমাদের দেশে বিশেষ দিবস ছাড়া আমরা নজরুল, রবীন্দ্রনাথকে স্মরণ করি না। আমার মনে হয়, বিষয়টি কর্তৃপক্ষের নজর দেওয়া দরকার।
আমাদের দেশের নতুন রবীন্দ্রসংগীত শিল্পীদের নিয়ে কিছু বলুন।
রবীন্দ্রসংগীত শিল্পীদের অঙ্গনে অনেক নতুন মুখ এসেছে। আর এটা ভালো লাগে তাদের রবীন্দ্রসংগীত শেখার আগ্রহ বেড়েছে। অনেকেই আমার ভালো করছে। কিন্তু কিছু কিছু শিল্পীর গান শুনে কষ্ট হয়। তারা অল্প শিখেই গান গাইতে চলে আসে। আমি তাদের বলতে চাই, রবীন্দ্রসংগীত শুধু গাইলেই হবে না এতে অন্তরে ধারণ করতে হবে।
আলী আফতাব