বাংলাদেশের ছবি এখন মাহীময়। অন্যদিকে আরেফিন শুভকে মনে করা হচ্ছে নেঙ্ট সুপারস্টার। এ দুজন জুটি হয়ে প্রথম অভিনয় করেন 'অগ্নি' ছবিতে। ইফতেখার আহমেদ পরিচালিত ছবিটি দর্শকের কাছে দারুণ গ্রহণযোগ্য হয়। মাহী-শুভর রসায়নও বেশ প্রশংসিত হয়। এরপর দীর্ঘদিন এ জুটির কোনো ছবি পর্দায় আসেনি। সুখবর হচ্ছে, শীঘ্রই এ জুটিকে দেখা যাবে নতুন রূপে। এবার তারা আসছেন 'ওয়ার্নিং' ছবিটি নিয়ে। এটি নির্মাণ করেছেন সাফিউদ্দীন সাফি। শুরুতে ছবিটি নির্মাণ করার কথা ছিল এক অপরিপক্ব নির্মাতার। পরে প্রযোজক দায়িত্ব দেন সাফির হাতে। তাই 'ওয়ার্নিং'র নির্মাণ-গল্প বেশ আধুনিক। অপেক্ষা আর কিছুদিনের।