আবার জ্বলবে সানি লিওন বারুদ। এবার তিনি উত্তাপ ছড়াবেন আগের থেকেও বেশি। বর্তমানে তিনি অভিনয় করছেন 'কুচ কুচ লোচা হে' ছবিতে। এক সপ্তাহ ধরে এ ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন। এতে একটি গানের শুটিংয়ে নগ্ন হয়ে অংশ নিয়েছেন তিনি। গানটিতে ডিম্পল কাপাডিয়ারূপে দেখা যাবে তাকে। ১৯৮৪ সালের 'জানে দোনা' নামক হিট নাম্বারটির রিমেক থাকছে 'কুচ কুচ লোচা হে' ছবিতে। গানটিতে নগ্ন হয়ে কিছু দৃশ্যে দেখা যাবে সানিকে। বড় আয়োজনে গানটির শুটিং হবে আগামী সপ্তাহে। জানা গেছে, গানটিতে সানি নগ্নতায় ডিম্পলের চেয়ে বেশি চমক দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে গানটির রিহার্সেলে অংশ নিয়েছেন সানি।