কারিনা কাপুর আর শাহীদ কাপুরের রসায়ন শুধু পর্দাতেই ছিল না, ছিল বাস্তব জীবনেও। তাদের প্রেমকাহিনী এখন পুরনো। কিন্তু ভুলে যায়নি মানুষ। এখনো বলিউডের আলোচিত প্রেমকাহিনীর মধ্যে কারিনা-শাহীদের প্রেম অন্যতম। অথচ দুজন এখন দুজনের কাছ থেকে অনেক দূরে। কিন্তু তারা আবার এক হচ্ছেন। দুজন জুটি হয়ে আবার অভিনয় করছেন। অভিষেক চৌবির ছবি 'উডতা পাঞ্জাব'র মধ্য দিয়ে সাবেক প্রেমিকের সঙ্গে আবার শুটিংয়ে অংশ নিচ্ছেন কারিনা। একটি নির্ভরযোগ্য সূত্রে এ খবর জানা গেছে।
২০১০ সালে 'মিলেঙ্গে মিলেঙ্গে' ছবিতে শেষবারের মতো দেখা গেছে কারিনা-শাহীদের রোমান্স। এরপর কারিনার বিয়ে ও প্রেম বিচ্ছেদ সবই যেন দুজনকে দুই মেরুতে নিয়ে যায়। তবে মেরু দুটি হলে কি হবে, ঠিকানা তো একটাই। পর্দার টানে তাদের এক হতেই হচ্ছে। ব্যক্তিগত দ্বন্দ্ব ভুলে তারা পেশাদারিত্বই দেখাচ্ছেন বটে। সব মান-অভিমান ভেঙে এবার নিজেকে উজাড় করে পর্দায় প্রেম করবেন কারিনা-শাহীদ। এ ব্যাপারে অনুভূতির কথা জানতে চাইলে কারিনা কোনো মন্তব্য করতে রাজি হননি। এমনকি ছবিতে অভিনয়ের বিষয়ে কোনো কথাই বলেননি তিনি। তবে দীর্ঘদিন পর সাবেক প্রেমিকের সঙ্গে কারিনা একই ছবিতে অভিনয় করবেন- এমন খবরে বলিউডে এখন নানা মুখরোচক আলোচনা শুরু হয়েছে।