অনেকটা সময় পর আবারও সিনেমার পর্দায় ফিরছেন বিদ্যা বালান। তবে বিদ্যা বালানের এক ধাক্কায় ছয় কেজি ওজন কমানোর খবরে অনেকেরই চোখ কপালে। মোহিত সুরির 'হামারি আধুরি কাহানি'তে অভিনয় করবেন বিদ্যা। এতে নিজেকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে ওজন কমিয়েছেন এ অভিনেত্রী। এমনিতে বিদ্যা কখনোই স্লিম ফিগারের দিকে ঝোঁকেননি। বরং বারবার জানিয়েছেন তিনি যেরকম সেরকমই। তাহলে এবার ওজন কমানোর আগ্রহ হলো কেন? সূত্রে জানা গেছে, পরিচালক মোহিত সুরিই ওজন কমাতে বলেছিলেন বিদ্যাকে। ছয় কেজি কমিয়ে কতটা আকর্ষণীয় হয়েছেন বিদ্যা, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে 'হামারি আধুরি কাহানি' পর্যন্ত।