ভারতের রাজনীতিতে রূপালি পর্দার তারকাদের উপস্থিতি বেড়েই চলেছে। এবার সেই তালিকায় নাম লেখালেন ভারতীয় অভিনেত্রী রূপা গাঙ্গুলি। গতকাল বুধবার হাওড়ার শরৎ সদনে বিজেপির একটি সভায় উপস্থিত হন রূপা। অরুণ জেটলি, সিদ্ধার্থনাথ সিং, রাহুল সিনহা প্রমুখের উপস্থিতিতে যোগ দেন বিজেপিতে। জানান, গ্ল্যামার বা কোনো কিছু পাওয়ার আশায় নয়, নরেন্দ্র মোদির ভাবধারায় অনুপ্রাণিত হয়েই তিনি রাজনীতিতে এসেছেন।
বিজেপিতে যোগ দিয়ে হাতে তুলে নেন দলের পদ্মফুল আঁকা পতাকা। রূপা সাংবাদিকদের বলেন, "আমি গ্ল্যামারের টানে বিজেপিতে আসিনি। গ্ল্যামার জীবনে অনেক পেয়েছি। ভোটে দাঁড়ানোর লোভেও আসিনি। এসেছি নরেন্দ্র মোদির ভাবধারায় অনুপ্রাণিত হয়ে। মানুষের সেবা করতে চাই। মানুষের বিশ্বাস অর্জন করে তাদের পাশে থেকে কাজ করতে চাই। ঘরে বসে সমালোচনা ও নেতিবাচক কথাবার্তায় আমি বিশ্বাসী নই। তাই রাস্তায় নেমে কাজ করতে চাই।"
তিনি আরও বলেন, রাজ্য সরকারের কাছ থেকে যতটা কাজ আশা করেছিলেন, তা দেখতে পাননি। তাই তিনি হতাশ।
বাংলা ছবির পাশাপাশি কন্নড়, হিন্দি ছবিতে অভিনয় করেছেন রূপা। তবে রূপার অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট মহাভারত মেগাধারাবাহিক। যেখানে দ্রোপদীর চরিত্রে অভিনয় করে সবার নজরে এসেছিলেন রূপা। অবশেষে ছবিতে গান গেয়ে সেরা সঙ্গীতশিল্পী হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছেন রূপা।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি ২০১৫/আহমেদ