গত বছর এশিয়ার সবচেয়ে আবেদনময়ী নির্বাচিত হওয়া অভিনেত্রী ক্যাটরিনা কাইফ বলিউডের নামকরা সব অভিনেতার সঙ্গে ইতোমধ্যে জুটি বেঁধে অভিনয় করেছেন। তবে এবার তিনি সমবয়সী তরুণ অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন। ফারহান আখতারের পরবর্তী মুভিতে তারা জুটি বাঁধছেন বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। খবর ইন্ডিয়া টুডে'র
ক্যাটরিনাকে সর্বশেষ 'ব্যাং ব্যাং' মুভিতে হৃত্বিক রোশনের বিপরীতে অভিনয় করতে দেখা গেছে। মুভিটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিল। ক্যাট বর্তমানে 'জগগা জাসুস' নামে একটি মুভিতে অভিনয় করছেন। এতে তার বিপরীতে আছেন রণবীর কাপুর। মুভিটি পরিচালনা করছেন অনুরাগ বসু।
এদিকে, 'স্টুডেন্ট অব দ্য ইয়ার' করে আলোচনায় আসা সিদ্ধার্থ মালহোত্রাও 'ব্রাদারস' নামে একটি মুভিতে অভিনয় করছেন। এতে আরো অভিনয় করেছেন অক্ষয় কুমার ও জ্যাকুলিন ফার্নান্দেজ। মুভিটি চলতি বছর ২ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ৮ জানুয়ারি ২০১৫/শরীফ