বর্তমান ব্যস্ততা কি নিয়ে?
আমার একটি গানের সংগঠন আছে। তার নাম 'রবিরাগ'। আমরা বিষয়ভিত্তিক শ্রোতা-গানের আসর করি। এখানে আমার গানের ভাষা, উচ্চারণ, ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা করি। সামনে আমাদের কিছু অনুষ্ঠান আছে তারই প্রস্তুতি নিচ্ছি।
কি অনুষ্ঠান করছেন?
সামনে ভালোবাসা দিবসের জন্য একটি অনুষ্ঠানে কাজ করব। তারই প্রস্তুতি নিচ্ছি। এটি শিল্পকলায় অনুষ্ঠিত হবে। আমরা এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথের প্রেমের গানগুলো পরিবেশন করব। অনেক কিছুই করার পরিকল্পনা করছি। কিন্তু বর্তমানে রাজনীতির অবস্থার কথা চিন্তা করে আর কিছু করতে ভালো লাগে না। মনে হয় কণ্ঠরোধ হয়ে আসে। এই সময়টা শিল্পীদের শো করার সময়। কিন্তু রাজনীতির এ অবস্থার কারণে আমরা বাইরে বের হতে ভয় পাচ্ছি।
নতুন কোনো অ্যালবাম করছেন?
আমার হাতে এখন দুটি অ্যালবামের কাজ আছে। এর মধ্যে একটি বেঙ্গল ফাউন্ডেশন থেকে প্রকাশ হওয়ার কথা আছে। আমি একটু ভিন্ন ধারার অপ্রকাশিত কিছু গান দিয়ে অ্যালবামটি সাজানোর পরিকল্পনা করছি। এই অ্যালবামটি নিয়ে আমি অনেক আশাবাদী। এ ছাড়া পঞ্চ কবির গান দিয়ে আরও একটি অ্যালবামের কাজ শুরু করেছি। এতে আর দুটি গান বাকি আছে। আশা করছি এই অ্যালবামটিও শ্রোতাদের ভালোলাগবে।
দেশের বাইরে আবার কবে যাচ্ছেন?
আমি কিছুদিন আগেই আমেরিকা থেকে ঘুরে এলাম। মে মাসে আবার যাচ্ছি 'ডালাসে'। ওইখানে একটি কর্মশালায় যাচ্ছি আমি। ওখানকার প্রবাসী বাঙালি ছেলেমেয়েদের রবীন্দ্রসংগীতের ওপর তালিম দেব। তারপর তাদের নিয়ে একটি অনুষ্ঠান করব। একটি বিষয় মাঝে মাঝে ভাবনায় ফেলে দেয়। আর তা হলো, আমি বিশ্বের অনেক দেশ ঘুরেছি কিন্তু সরকারি কোনো ট্যুরে আমি আজও কোনো দিন দেশের বাইরে যেতে পারিনি। কিন্তু কেন? এই প্রশ্নের জবাব আমার কাছে নেই।
আপনি কি মনে করেন, আমাদের দেশের নাটক ও চলচ্চিত্রে রবীন্দ্রনাথের গানের ব্যবহার আরও বাড়ানো দরকার?
শুধু কলকাতার ছবিতে নয়, তাদের অনেক টিভি নাটকেও রবীন্দ্রনাথের অনেক গান ব্যবহার করা হয়। রবীন্দ্রনাথের গানকে সবার মধ্যে ছড়িয়ে দিতে এর থেকে ভালো মাধ্যম আর হয় না। এমনিতে আমাদের দেশে বিশেষ দিবস ছাড়া আমরা নজরুল, রবীন্দ্রনাথকে স্মরণ করি না। আমার মনে হয় এই বিষয়টি কর্তৃপক্ষের নজর দেওয়া দরকার।
আলী আফতাব