চলছে পাওলির নতুন ছবি 'টেক কেয়ার'র শুটিং। এ ছবিতে পাওলি হয়ে উঠছেন মেয়ে তিস্তা। এখন থাকে কলকাতায়। সে মিডিয়াকর্মী। পাশাপাশি মডেলিংও করেন। মাত্র ২৭ বছরে হঠাৎ তার জীবনে ঘনিয়ে এসেছে চরম দুঃসময়। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হন তিনি। তার মনে পড়ে, একই অসুখে আক্রান্ত হয়ে চলে গেছেন তার মা। তাহলে কী হবে তিস্তার? ছটফটে জীবনটা কি নিমিষে ফুরিয়ে যাবে? তবু নুয়ে পড়তে পড়তে জীবনে একবার ঠিক মাথা তুলে দাঁড়ায়। তাকায় সামনের দিকে। আর তখনই চোখে পড়ে অপ্রত্যাশিত আশার আলো। তিস্তার ডাক্তার ড. পিল্লাই তাকে সাহস দিয়ে বার বার বলেন, 'টেক কেয়ার'। এ কথা দুটোই ম্যাজিকের মতো কাজ করে। তিস্তাকে ফিরিয়ে দিতে থাকে জীবনের হারানো সুর। তিস্তার চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলছেন পাওলি। ছবিতে ডাক্তার পিল্লাইয়ের ভূমিকায় অভিনয় করবেন রাজেশ শর্মা। তথ্যচিত্র পরিচালক অনির ভূমিকায় দেখা যাবে পল্লবী চট্টোপাধ্যায়কে। আর তিস্তার বয়ফ্রেন্ড রণিতের ভূমিকায় থাকবেন সাহেব চট্টোপাধ্যায়। পাওলি বলেন, 'অসাধারণ একটি গল্পে অভিনয় করছি। মানুষের আত্দবিশ্বাস বাড়িয়ে দিতে এমন গল্পের ছবি নিয়মিত হওয়া চাই। বেশ আনন্দের সঙ্গেই অভিনয় করছি। আর আগাম বলে রাখছি সবাইকে ছবিটি দেখার জন্য।'