খুব ছোটবেলা মাকে হারিয়েছি। স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, এভাবে সুখ-দুঃখের কথা বললেন দিঘি, মাই টিভি পর্দায় 'আমার সুখ আমার দুঃখ অনুষ্ঠানে'। অনুষ্ঠানটি প্রচার হবে মাই টিভিকে আজ রাত ৮টা ৫০ মিনিটে। অনুষ্ঠানটি উপস্থাপন করেছেন মুনমুন লুসি। পরিচালনা হারূন মেহেদী।