আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা নতুন সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এখন সমাজসেবা মূলক কাজে পুরোপুরি মনোনিবেশ করবেন। মানসম্মত চলচ্চিত্রের অভাবে গত বছরই অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।
বাংলাদেশ প্রতিদিনকে ববিতা জানান, যুক্তরাষ্ট্রভিত্তিক সমাজসেবা মূলক সংগঠন ডিসিআই আই এর শুভেচ্ছা দূত হিসেবে ২০১১ সাল থেকে বিশ্বব্যাপী দুঃস্থ ও অসহায় শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি। পাশাপাশি যশোরের মামা বাড়িতে একটি হাসপাতাল স্থাপনেরও প্রক্রিয়া চলছে। ববিতার কথায়, বর্তমানে ডিজিটালের নামে যেসব ছবি নির্মাণ হচ্ছে তাকে টেলিফিল্মও বলা যায় না। একারণে বাধ্য হয়ে অভিনয় ছাড়তে হয়েছে। তবে কখনও যদি সত্যিকারের ছবি নির্মাণ হয় তাতে অভিনয় করবেন তিনি।
অন্যদিকে ববিতার একমাত্র পুত্র অনিক ইসলামও বিদেশে পড়াশুনার পাশাপাশি রিসার্চ এবং সমাজকল্যাণ মূলক কাজ করছেন।
ববিতা বলেন, যশোরের মামা বাড়িতে একটি চক্ষু ক্যাম্প চালু করবো। যুক্তরাষ্ট্রের সমাজসেবা মূলক প্রতিষ্ঠান ডিসিআইআই এর সহযোগিতায় ক্যাম্পটি পরিচালিত হবে। এতে গরীব মানুষকে বিনা পয়সায় চক্ষু চিকিৎসা দেওয়া হবে। তিনি জানান, ডিসিআইআই-এর কার্যক্রমের অংশ হিসেবে শীঘ্রই আমিরিকা, লন্ডন এবং কানাডা সফর করবেন তিনি।
ববিতা বলেন, সম্প্রতি হজ পালন করে এলাম। হজে অংশ নিতে পারায় যে মানসিক শান্তি পেয়েছি তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এখন কোরআন শরীফ শিক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছি। তিনি বলেন, পৃথিবীর যাবতীয় কাজের পাশাপাশি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশে কাজ করা মুসলমানদের জন্য জরুরী।
বিডি-প্রতিদিন/ ১৩ জানুয়ারি, ২০১৫/ রশিদা