দীর্ঘ প্রায় ছয় বছর পর ফের বড় পর্দায় একসেঙ্গ দেখা যাবে বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ ও অভিষেক বচ্চনকে। মুক্তি প্রতীক্ষিত মুভি 'শামিতাভ'এ একটি অথিথি চরিত্রে দেখা যাবে ছোট বচ্চনকে। ফিল্মফেয়ার উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে শামিতাভ'এ অভিনয়ের একথা প্রকাশ করেন তিনি। আর বালকি পরিচালিত মুভিটিতে 'বিগ বি' অমিতাভকে সম্পূর্ণ ভিন্ন লুকে দেখতে পাবে দর্শকরা। খবর ইন্ডিয়া টুডে'র
সর্বশেষ ছয় বছর আগে 'পা' মুভিতে অমিতাভ ও অভিষেককে একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল। এরপর তাদেরকে আর একসঙ্গে বড় পর্দায় দেখা যায়নি।
'শামিতাভ'এ যে অভিষেককে স্রেফ অতিথি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তা নয়। বাবা অমিতাভের সঙ্গে মিলে মুভিটির নির্মাণও করেছেন অভিষেক। এতে এই দুই বচ্চন ছাড়াও আরো অভিনয় করেছেন দক্ষিণী অভিনেতা ধানুশ, আকশারা হাসান ও রেখা। মূলত একটি অতিথি চরিত্রে রেখাকে দেখতে পাবে দর্শকরা।
উল্লেখ্য, আগামী মাসের ছয় তারিখে 'শামিতাভ' মুক্তি পাওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে মুভিটির একটি ট্রেলারও প্রকাশ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৩ জানুয়ারি ২০১৫/শরীফ