বিখ্যাত ‘কিং কং’ ছবির জন্য নতুন নায়িকা খুঁজতেছিলেন পরিচালক-পযোজক। প্রযোজক দিনো দ্য লরেন্টিসের ছেলে তাকে নিয়ে যান বাবার কাছে। কিন্তু মেরিলকে দেখে মোটেও খুশি হলেন না প্রযোজক। ছেলেকে ডেকে জানতে চেয়েছিলেন, অস্কারজয়ী মেরিলের নাম করে এরকম একজন ‘আগলি’ মুখকে কেন তার সামনে আনা হয়েছে। বাতিল ওই অভিনেত্রীর নাম শুনলে চমকে যেতে হয়। তিনি অস্কারজয়ী মেরিল স্ট্রিপ।
ওই ইঙ্গিত বুঝতে অসুবিধা হয়নি ২৬ বছরের মেরিলের। তেমন সুন্দরী না হওয়ার দুঃখে ফিরে গিয়েছিলেন। সম্প্রতি এক শোয়ে পুরনো সেই দিনের কথা আবার মনে করলেন মেরিল।
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৫/মাহবুব