জাস্টিন বিবারের সঙ্গে ঘন ঘন প্রেম আর বিচ্ছেদের কারণে প্রায়ই সংবাদের শিরোনাম হন পপ তারকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। এবার নতুন বিতর্কে জড়ালেন তিনি। সম্প্রতি জাস্টিন বিবারের সাবেক এই প্রেমিকা তার বন্ধু ও কয়েকজন মডেলের সঙ্গে আবুধাবির বিখ্যাত শেখ জায়েদ মসজিদে গিয়েছিলেন। আর এখানে গিয়েও বিতর্কের জন্ম দিয়ে সংবাদ শিরোনাম হয়েছেন।
সমস্যাটা মসজিদে যাওয়া নিয়ে নয়, একটি ছবি নিয়ে। ছবিটি সেলেনা মসজিদের ভেতর গিয়ে তুলেছেন। সেটাও বড় ব্যাপার হয়ে সামনে আসেনি। ঝামেলাটা হচ্ছে ছবি তোলার সময় তিনি গায়ের পোশাকটা উপর দিকে টেনে পায়ের গোড়ালি দেখিয়ে ক্যামেরার সামনে দাঁড়ান। এবং সেই ছবি ইন্সটাগ্রামে প্রকাশ করেন। এরপর থেকেই বিতর্ক জমে উঠতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সমালোচকরা বলছেন, সেলেনা মুসলিম না হয়েও ইসলাম ধর্মের অনুশাসন মেনে বোরকা পরে মসজিদে ঢোকেন। এজন্য তাকে সাধুবাদ জানাতে হয়। কিন্তু এভাবে মসজিদের ভেতর ছবি তুলে একদিকে মসজিদের পবিত্রতা নষ্ট করেছেন, অন্যদিকে ইসলামের অবমাননা করেছেন।
যদিও বির্তকের কারণে সেলেনা তার ছবিটি সরিয়ে ফেলেছেন ইন্সটাগ্রাম থেকে। তবে বিতর্ক ক্রমশঃ বাড়ছে বই কমছে না।
বিডি-প্রতিদিন ১৩ জানুয়ারি ২০১৫ আহমেদ