আজ থেকে চ্যানেলে চ্যানেলে দেখা যাবে নতুন এক হাসিনকে। এই হাসিনকে এর আগে কখনোই দেখা যায়নি। এতদিন 'ভিট'র বিজ্ঞাপনে ক্যাটরিনাকে দেখা গেলেও আজ থেকে ভিট তারকা হাসিনকে দেখা যাবে 'ভিট'র বিজ্ঞাপনে। হাসিনের স্বপ্ন ছিল ঠিক তখন থেকেই যখন থেকে তিনি 'ভিট'র চ্যাম্পিয়ন তারকা। কিন্তু তার সেই স্বপ্ন এতদিন অধরা থাকলেও এখন তিনি তার সেই স্বপ্নের পথেই হাঁটছেন। বাংলাদেশি দর্শকের জন্য হাসিনকে মডেল হিসেবে নিয়ে 'ভিট'র বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন রম্য। বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে হাসিন বলেন, 'দীর্ঘ দুই বছর পর আমি নতুন কোনো বিজ্ঞাপনে কাজ করেছি। এই বিজ্ঞাপনে কাজ করার জন্য আমি নিজেকে তৈরি করেছি। রম্য ভাইয়ের পরামর্শ মতো নিজেকে তৈরি করেছি। তার মতো করেই কাজটি করার চেষ্টা করছি যথেষ্ট আন্তরিকতা নিয়ে। জানি না দর্শক ক্যাটরিনার স্থানে আমাকে কীভাবে নেবে। তবে আমার আত্মবিশ্বাস বিজ্ঞাপনটি দর্শকের অনেক ভালো লাগবে।' বাংলাদেশে এর আগে কখনোই 'ভিট'র কোনো বিজ্ঞাপন তৈরি হয়নি। এবারই প্রথম তৈরি হলো 'ভিট'র বিজ্ঞাপন। আর এই বিজ্ঞাপনে মডেল হয়ে নতুন এক ইতিহাসের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করলেন হাসিন। এদিকে হাসিন বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রে এর আগে কাজ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- অমিতাভ রেজার 'নিহার ন্যাচারাল হেয়ার অয়েল', গাজী শুভ্রর 'মেরিল রেভাইভ ট্যালকম পাউডার' ও পিপলু আর খানের 'রূপচাঁদা গুঁড়া মসলা'। হাসিনের ঝুলিতে বিজ্ঞাপনের সংখ্যা কম থাকলেও তার প্রতিটি বিজ্ঞাপনই ছিল মানসম্পন্ন।
এবং প্রতিটি বিজ্ঞাপনই বেশ দর্শকপ্রিয়তা পায়। এদিকে সর্বশেষ হাসিন চয়নিকা চৌধুরীর নির্দেশনায় অপূর্বর বিপরীতে 'বন্যা তোমার জন্য' নাটকে অভিনয় করেছেন। এটি এখনো প্রচারের অপেৰায় আছে।