স্টার গিল্ড অ্যাওয়ার্ড-২০১৫ এর মঞ্চে পুরস্কারে ভাসল রাজকুমার হিরানির 'পিকে'। রাজকুমার হিরানি পরিচালিত, আমির খান, আনুশকা শর্মা, সুশান্ত সিংহ রাজপুত অভিনীত এ ছবি পেল সেরা ছবি, সেরা পরিচালক, সেরা ডায়লগ, সেরা সাউন্ড মিক্সিংয়ের জন্য পুরস্কার।
এ ছাড়া একশ কোটির ক্লাবে ঢুকে পড়ার জন্য স্পেশাল অ্যাওয়ার্ডও পেয়েছে 'পিকে'। 'পিকে' সব বিভাগে সবচেয়ে বেশি সেরার পুরস্কার পেয়েছে। দ্য ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডিউসারস গিল্ড অব ইন্ডিয়া এবং উইজক্রাফট ইন্টারন্যাশনাল যৌথভাবে ২০১৪ সালের ছবি ও টেলিভিশন জগতের সেরাদের নাম জমকালো আয়োজনে ঘোষণা করে রবিবার রাতে।