বলিউডে কত ছবিতে সাহসী অভিনয় করতে দেখা গেছে জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। অথচ তিনি নিজেকে বললেন, লাজুক লতা! সম্প্রতি নিজের সম্পর্কে সাংবাদিকদের 'ম্যারি কম' তারকা প্রিয়াঙ্কা চোপড়া বলেছেন, 'আজকের পিসিকে এ অবস্থানে আসতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। একজন তারকা হতে গেলে অনেক মূল্য দিতে হয়।'
প্রিয়াঙ্কা বলেন, 'মানুষ ভাবে আমাদের কত বিলাসবহুল জীবন, আমাদের কত বড় গাড়ি কিন্তু একটা কথা জানে না, এ জীবনটা ঠিক আমাদের জীবন নয়। আমাদের এ জীবনটার জন্য অনেক মূল্য দিতে হয়। ব্যক্তিগতভাবে আমি খুবই লাজুক ও অন্তর্মুখী একজন মানুষ। আমার নিজস্ব ভালো লাগা না লাগার কিছু বিষয় আছে। তাই তারকা হতে আমাকে অনেক কঠিন ধাপ পেরোতে হয়েছে।' নিজের সংগ্রামমুখর দিনগুলোর কথা জানিয়ে পিসি বলেন, 'ছবির জগতে আমার মেধার জোরে টিকে গেছি কিন্তু তার জন্য অনেক সংগ্রাম করতে হয়েছে। কিছু ভালো মানুষ আমাকে সুযোগ করে দিয়েছিলেন।'
২০০৩ সালে 'দ্য হিরো : লাভ স্টোরি অব আ স্পাই' ছবির মাধ্যমে চিত্রজগতে আসেন প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে মধুর ভান্ডারকারের 'ম্যাডামজি' ছবিতে অভিনয় করছেন তিনি।