বলিউডের নামিদামি তারকাদের সবকিছুই যেন বিশেষ হওয়া চাই। তা সে পোশাক, গয়না বা ঘর সাজাবার সরঞ্জাম হোক। তাদের পছন্দের বিউটিশিয়ান থেকে শুরু করে ডিজাইনারও আগে থেকে নির্বাচন করা থাকে। তবে এবার বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে আলিয়া ভাটও একই ডিজাইনারের নকশা করা পোশাক পড়লেন। বিশেষ এই ডিজাইনারের পোশাক পড়ে ম্যাগাজিনের কাভার পেজের জন্য ছবি তুলেছেন তারা।
সেই ডিজাইনার আর কেউ নন, জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার খুশালি কুমার। এ ব্যাপারে খুশালি বলেন, এটি সবসময়ই দারুণ একটি ব্যাপার। কারিনা এবং আলিয়ার মতো কেউ যখন আমার নকশা করা পোশাক পড়েন। তারা দুজনই প্রতিভাবান শিল্পী এবং পোশাকের ব্যাপারে খুবই খুঁতখুঁতে। তারা দুজনই ভিন্নভাবে নিজেদের স্টাইলে আমার করা ডিজাইনগুলো সকলের সামনে তুলে ধরে। টাইমস অব ইন্ডিয়া।
বিডি-প্রতিদিন/ ১৪ জানুয়ারি, ২০১৫/ রোকেয়া।