কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সালমান খানের দণ্ডাদেশ স্থগিত করে রাজস্থান উচ্চ আদালতের দেয়া আদেশের বিরুদ্ধে রায় দিয়েছেন আদালত। আজ বুধবার সুপ্রীম কোর্ট এই রায় ঘোষণা করেছেন।
সালমানের বিরুদ্ধে রায় বহাল রাখা হবে কি না উচ্চ আদালতকে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছেন ভারতের শীর্ষ আদালত। আদেশে আরও বলা হয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন হলে উচ্চ আদালতে আবেদন করতে পারবেন সালমান।
‘হাম সাথ সাথ হ্যায়’ চলচ্চিত্রে কাজ করার সময় ১৯৯৮ সালে ২৬-২৯ সেপ্টেম্বরের মধ্যে ভাওয়াদে দুটি চিনকারা ও গোদা ফার্মে একটি কৃষ্ণসার হরিণ শিকার করেন সালমান। এই দুই ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়। ঐ দুই মামলায় একটি একবছর ও অন্য মামলায় পাঁচবছর কারাদণ্ড দেয় নিম্ন আদালত। কিন্ত নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে সালমান খান উচ্চ আদালতে চ্যালেঞ্জ করেন। এর পরিপ্রেক্ষিতে রাজস্থান উচ্চ আদালত নিম্ন আদালতের আদেশ স্থগিত রাখেন। রাজস্থান সরকার সুপ্রিম কোর্টে উচ্চ আদালতের আদেশের বিরুদ্ধে আবেদন করলে সেই আবেদনের ভিত্তিতেই আজ এই রায় দেয়া হলো।
বিডি-প্রতিদিন/ ১৪ জানুয়ারি, ২০১৫/ রশিদা