এক সময়ের বয়ফ্রেন্ড রনবীর কাপুরের পিছু নেওয়া ও সমালোচনার কোনো সুযোগই যেন হাতছাড়া করতে চাচ্ছেন না দীপিকা পাড়ুকোন। কেবল গতকালই ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছিল যে রনবীরকে বিয়ে না করার জন্য অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে পরামর্শ দিয়েছেন দীপিকা। যদিও মজা করেই ক্যাটরিনাকে এমন পরামর্শ দিয়েছিলেন তিনি। আর আজ স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দীপিকাই নাকি রনবীরকে বিয়ে করার আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেছেন। অবশ্য দীপিকা যদি ক্যাটরিনা হতেন তাহলে নতুন বছরে কি করতেন এমন এক প্রশ্নের জবাবেই এমন মতামত দিয়েছেন তিনি। সদ্য অনুষ্ঠিত স্টার গিল্ড অ্যাওয়ার্ডস ২০১৫ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। খবর ইন্ডিয়া টুডে'র
দীপিকা ও রনবীরের 'শক্ত' প্রেমের সম্পর্কের অবসান ঘটে ২০০৯ সালে। তখন রনবীরের ক্যাটরিনার কাছাকাছি হওয়াকেই তাদের বিচ্ছেদের কারণ হিসেবে দেখা হয়ে থাকে। রনবীরকে বিয়ে করার আকাঙক্ষা প্রকাশের মধ্য দিয়ে মনে হচ্ছে রনবীরের সঙ্গে বিচ্ছেদের ব্যথা দীপিকা এখনো পোড়াচ্ছে।
তবে রনবীর ও ক্যাটরিনার 'আংটি বদল'র খবরে দু'জনের জন্যই শুভ কামনা ব্যক্ত করেন দীপিকা। অন্য আরেকটি অনুষ্ঠানে এ কামনা ব্যক্ত করেন তিনি।
বিডি-প্রতিদিন/ ১৪ জানুয়ারি ২০১৫/শরীফ