এবার ফেরদৌসের বিপরীতে দেখা যাবে সুপার হিরো সুপার হিরোইন খ্যাত অভিনেত্রী শম্পাকে। আজ সোমবার 'মেঘকন্যা' নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এটি পরচিালনা করবেন মিনহাজ অভি। এতে শম্পার সহশিল্পী হিসেবে রয়েছেন ফেরদৌস। চলতি মাসের ৭ তারিখ ফরিদপুরে ছবিটির শ্যুটিং শুরু হবে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে শম্পা বলেন, "মেঘকন্যা আমার লাকি সেভেন ছবি অর্থাৎ ৭ নম্বর ছবি। বলতে পারেন এটি নিয়ে আমি দারুণ উচ্ছ্বসিত। তাছাড়া ফেরদৌস ভাইয়ের মতো অভিনেতার সঙ্গে কাজ করা সত্যিই আনন্দের।"
একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের রিয়েলিটি শো 'সুপার হিরো সুপার হিরোইন'-এর মাধ্যমে রূপালী জগতে নাম লেখান শম্পা। এ পর্যন্ত দুটি ছবি মুক্তি পেয়েছে তার। আগামী ২০ নভেম্বর মুক্তি পাবে 'আই লাভ ইউ প্রিয়া' এবং ৪ ডিসেম্বর 'গ্যাংস্টার রিটার্নস'। এছাড়া বেশ কয়েকটি টিভি সিরিয়াল ও উপস্থাপনায় সমান তালে কাজ করে যাচ্ছেন সদ্য বিবাহিত এ অভিনেত্রী।
উল্লেখ্য, সম্প্রতি সুপার হিরো সুপার হিরোইনের আরেক তারকা সাগরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শম্পা।
বিডি-প্রতিদিন/ ০২ নভেম্বর, ২০১৫/ রশিদা