রাহুল শর্মার সঙ্গে তিনিই প্রথম আলাপ করিয়ে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী আসিনের। যা গড়িয়েছিল প্রেমে। এখন তা পরিণয়ের দোরগোড়ায়। আর তাই বিয়ের প্রথম নেমন্তন্ন সেই ‘বেস্ট ম্যান’কেই করলেন আসিন। তিনি আর কেউ নন, ‘খিলাড়ি’ খ্যাত বলিউড সুপারস্টার অক্ষয় কুমার।
এবছর বলিউড পাড়ায় গ্র্যান্ড ওয়েডিং বলতে আসিনের বিয়েই। লাভবার্ডসদের ছড়াছড়ি হলেও কেউই এখনও বিয়ের পিঁড়িতে বসতে রাজি নন। আপাতত তাই বলিউড পাড়া মেতেছে আসিনের বিয়েতেই। এমনিতে আসিন বলিউডের ‘গুড গার্ল’। কাজ করেন বেছে বেছে। নায়িকা হিসেবে প্রায় সব সুপাস্টারদের সঙ্গেই কাজ করেছেন। মানুষ হিসেবেও তিনি বেশ জনপ্রিয়। আর তাই তাঁর বিয়ের খবরে আনন্দিত গোটা বলিউডই। তবে বিশেষ আনন্দ বোধহয় অক্ষয় কুমারেরই। কেননা তিনিই প্রথম রাহুল শর্মার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আসিনের।
ইতিমধ্যে তাঁদের এনগেইজমেন্ট হয়ে গেছে। ৬ কোটির আংটিতে সারা হয়েছে তা। এবার বিয়ের পালা। আর তাই নেমন্তন্ন শুরু করে দিয়েছেন নায়িকা। ফ্যানদের দেখিয়েও দিয়েছেন কেমন হয়েছে তাঁর বিয়ের কার্ড। সেই সঙ্গে জানিয়েছেন প্রথম কার্ডটি অবশ্যই তোলা ‘বেস্ট ম্যান’ অক্ষয়ের জন্য।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৫/মাহবুব