সাত পাকে বাধা পড়তে যাচ্ছেন বলিউড অভিনেত্রী অসিন। চলতি মাসের ২০ তারিখে দিল্লিতে ব্যবসায়ী রাহুল শর্মার সঙ্গে গাঁটছড়া বাধছেন তিনি। বিয়ের অনুষ্ঠান উপলক্ষ্যে প্রস্তুতি জোরোশোরে চলছে। দিল্লির এনএইচ৮ রোডের একটি হোটেলে ১৯ ও ২০ জানুয়ারি বিয়ের অনুষ্ঠান হবে বলে প্রস্তুতির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়। খবর টাইমস অব ইন্ডিয়ার
অনেকটা ঘরোয়া পরিবেশেই অসিনের বিয়ে হবে বলে সূত্রটি জানায়। দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে এ বিয়ে হবে। একশ'র মতো অতিথির কথা মাথায় রেখেই প্রস্তুতি চলছে। হিন্দু না খ্রিস্টান কোন রীতি মেনে অসিন বিয়ে করছেন এ নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা-কল্পনা চলছে। তবে উভয় রীতি অনুযায়ী অসিন ও রাহুলের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে সূত্রটি নিশ্চিত করে।
এদিকে, মুম্বাইয়ে ২৩ জানুয়ারি অসিনের বিবাহ পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এতে সম্ভাব্য অতিথিদের বরাবর ইতোমধ্যে দাওয়াতপত্র বিলি করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানেই বলিউডের সেলিব্রেটিরা উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/১১ জানুয়ারি ২০১৬/শরীফ