৭৩তম বার্ষিক গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডসে ফিল্ম কমেডি ক্যাটাগরিতে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ম্যাট ড্যামন। 'দ্য মার্শান' মুভিতে অভিনয়ের জন্য এ পুরস্কার জিতেন তিনি। টেলিভিশন ড্রামা সিরিজ ক্যাটাগরিতে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন জন হ্যাম। খবর এপির
ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের বেভারলি হিল্টন হোটেলে ৭৩তম গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডস অনুষ্ঠান হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। লিমিটেড টিভি সিরিজ বা মুভি ক্যাটাগরিতে গোল্ডেন গ্লোবস জিতেছেন গায়িকা লেডি গাগা। 'অামেরিকান হরার স্টোরি-হোটেল' মুভিতে অভিনয়ের এ পুরস্কার ঝুলিতে পুরেন তিনি। পুরস্কার গ্রহণের সময় এক বক্তৃতায় এ ঘটনাকে নিজের সেরা মুহূর্তগুলোর একটি বলে বর্ণনা করেন এই গায়িকা। গায়িকা নয়, বরং অভিনেত্রী হতে চেয়েছিলেন বলেও জানান তিনি।
এদিকে, সেরা টিভি ড্রামা সিরিজে গোল্ডেন গ্লোবস ছিনিয়ে নিয়েছে মি. রোবট। এছাড়া মোশন পিকচারসে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কেট উইন্সলেট। 'স্টিভ জবস' মুভিতে অভিনয়ের জন্য এ পুরস্কার জোটে তার ভাগ্যে।
বিডি-প্রতিদিন/১১ জানুয়ারি ২০১৬/শরীফ