ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা বালা'র পরবর্তী তামিল মুভিতে অভিনয়ের জন্য ডাক পেলেন মনীষা কৈরালা। আগামী জুলাইয়ে মুভিটির শুটিং শুরু হচ্ছে বলে বালা'র ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে। তবে মুুভিটির নাম এখনো ঠিক হয়নি। খবর অাইএএনএস'র
বালার ওই সূত্র জানায়, মুভিটিতে অভিনয়ের জন্য ইতোমধ্যে ডাক পেয়েছেন বিশাল, অথর্ভা, আরিয়া, অরবিন্দ স্বামী ও মনীষা। অানুশকা শেঠিকে দলে ভেড়ানোর জন্য আলোচনা চলছে।
এদিকে, বালা'র মুভিটির নাম 'কুত্রা পরম্পরা' রাখা হচ্ছে বলে শোনা যাচ্ছে।
বিডি-প্রতিদিন/১১ জানুয়ারি ২০১৬/শরীফ