যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের বেভারলি হিল্টন হোটেলে আজ [স্থানীয় সময় রবিবার] অনুষ্ঠিত হয় ৭৩তম বার্ষিক গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডস'র জমকালো অনুষ্ঠান। এতে চলচ্চিত্র [মোশন পিকচারস] ও টেলিভিশন এ দুটির ক্যাটাগরির বিভিন্ন শাখায় পুরস্কার প্রদান করা হয়। এবছর মিউজিক্যাল বা কমেডি মুভিতে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ম্যাট ড্যামন। 'দ্য মার্শান' মুভিতে অভিনয়ের জন্য এ পুরস্কার জিতেন তিনি। একই শাখায় সেরা অভিনেত্রী হিসেবে গোল্ডেন গ্লোবস জিতেছেন জেনিফার লরেন্স ['জয়' মুভিতে অভিনয়ের জন্য]। মোশন পিকচারসে সেরা পার্শ্বঅভিনেতা নির্বাচিত হয়েছেন সিলভেস্টার স্টালোন [ক্রিড মুভি]। এছাড়া ৭৩তম গোল্ডেন গ্লোবসে বেস্ট মোশন [পিকচার বা ড্রামা] হয়েছে 'দ্য রেভেনান্ট'। এই মুভিটির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন আলেজান্দ্রো ইনারিতু। আর বেস্ট মোশন পিকচারস [মিউজিক্যাল বা কমেডি] হিসেবে পুরস্কার জিতেছে 'দ্য মার্শান'। মোশর পিকচারসে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কেট উইন্সলেট। 'স্টিভ জবস' মুভিতে অভিনয়ের জন্য এ পুরস্কার জোটে তার ভাগ্যে। আর মোশন, পিকচার বা ড্রামায় সেরা অভিনেতা হয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। একই শাখায় সেরা অভিনেত্রী ব্রি লারসন। এছাড়াও এবার সেরা অ্যানিমেটেড মুভি হিসেবে অ্যাওয়ার্ড জিতেছে 'ইনসাইড আউট'। আর সেরা বিদেশি ভাষার মুভি 'সান অব সউল'।
এদিকে, টেলিভিশন ড্রামা সিরিজ ক্যাটাগরিতে সেরা অভিনেতার পুরস্কার জিতেন জন হ্যাম। 'ম্যাড ম্যান'এ অভিনয়ের সুবাদে এ পুরস্কার পান তিনি। ড্রামা সিরিজ শাখায় সেরা হয়েছে 'মি. রোবট' আর কমেডিতে 'মোজার্ট ইন দ্য জাঙ্গল'। এছাড়া টিভি মুভি বা লিমিটেড সিরিজ শাখায় সেরা হয়েছে 'ওলফ হল'। একই শাখায় সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অস্কার আইজ্যাক । 'শো মি অ্যা হিরো'তে অভিনয়ের জন্য এ পুরস্কার পান তিনি। আর একই শাখায় সেরা অভিনেত্রী হিসেবে গোল্ডেন গ্লোবস জিতেছেন গায়িকা লেডি গাগা। 'অামেরিকান হরার স্টোরি : হোটেল' টিভি মুভিতে অভিনয়ের সুবাদে এ পুরস্কার ঝুলিতে পুরেন তিনি। পুরস্কার গ্রহণের সময় এক বক্তৃতায় এ ঘটনাকে নিজের সেরা মুহূর্তগুলোর একটি বলে বর্ণনা করেন এই গায়িকা। গায়িকা নয়, বরং অভিনেত্রী হতে চেয়েছিলেন বলেও জানান তিনি। সূত্র : ফক্স নিউজের
বিডি-প্রতিদিন/১১ জানুয়ারি ২০১৬/শরীফ