বদলাচ্ছে ঢালিউড। ট্রেইলারেই পরিবর্তনের ছোঁয়া। নায়কের তলোয়ার নিয়ে মার্শাল আর্ট অ্যাকশনের পাশাপাশি নায়িকার জলেভেজা রোমাঞ্চের রসায়ন যে কোন সিনেমাপ্রেমীকে কাবু করবে নিঃসন্দেহে।
বাণিজ্যিক সিনেমায় নতুন সম্ভাবনার বার্তাবাহী সিনেমা 'আদি'র ফার্স্ট লুক ট্রেইলার প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়ে গেছে আলোচনা।
মার্শাল আর্ট তায়কোয়ান্ডোতে পারদর্শী এবি এম সুমন আর মডেল ও অভিনেত্রী শায়লা সাবির উপস্থাপনা পুরো ট্রেইলারে চোখে পড়ার মতো। রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমাটিতে আদি নামে এক সন্ত্রাসীর চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন। আর শায়লার অভিনীত চরিত্রটির নাম সায়না। আর খলচরিত্রে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা শতাব্দি ওয়াদুদকে।
নিজের প্রথম সিনেমার গল্প লেখার কাজটি পরিচালক তানিম রহমান অংশু নিজেই করেছেন। গেল বছরের অক্টোবরে রাঙ্গামাটিতে শুরু হয় সিনেমাটির শুটিং। এখনো কিছুটা বাকি। শেষ হলেই শুরু হবে সম্পাদনার কাজ। এরপরই মুক্তি।
এখন দেখার পালা ট্রেইলার দেখে হলে যাওয়া দর্শকের মনে কতটুকু দোলা দিতে পারে সুমন-শায়লার 'আদি'।
ট্রেইলার দেখুন:
বিডি-প্রতিদিন/১১ জানুয়ারি ২০১৬/এস আহমেদ