সানসুই স্টারডাস্ট অ্যাওয়ার্ড ২০১৬ অনুষ্ঠিত হল সম্প্রতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোটা দেশের তামাম সেলেব্রিটি। পুরস্কার নিতে মঞ্চে উঠে আচমকাই রেখাকে 'মা' বলে সম্বোধন করলেন বচ্চনবধূ।
দীর্ঘদিন পরে তাঁর কামব্যাক ছবি 'জজবা'-র জন্য বিশেষ পুরস্কার পাওয়ার কথা তাঁর। কিন্তু অ্যাশের হাতে সেই সম্মান তুলে দেওয়ার জন্য অনুষ্ঠানের হোস্ট মঞ্চে ডেকে পাঠান এভারগ্রিন রেখাকে।
রেখার হাত থেকে পুরস্কার নিতে গিয়ে বেশ আবেগতাড়িত হয়ে পড়তে দেখা যায় ঐশ্বরিয়াকে। আপ্লুত অ্যাশ ঠিক সেই সময়েই ধন্যবাদ জানাতে গিয়ে 'মা' বলে বসলেন রেখাকে।
রেখা আর অ্যাশের মধ্যে তাহলে ঠিক কী সম্পর্ক? বলিউডে কান পাতলেই এখন শোনা যাচ্ছে সেই গুঞ্জন।
বিডি-প্রতিদিন/১২ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ