ফের বড় পর্দায় দেখা যাবে জায়েদ খান ও পরীমণির রসায়ন। সবকিছু ঠিক থাকলে মালেক আফসারির 'জ্বলে মন' ছবিতে দেখা যাবে তাদের। গতবছর 'ভালোবাসা সীমাহীন' ছবির মাধ্যমে রূপালী জগতে নাম লেখান ফিল্মপাড়ায় দ্যুতি ছড়ানো অভিনেত্রী পরীমণি। এতে তার বিপরীতে ছিলেন জায়েদ খান। প্রথম ছবিতে বেশ ভালো ভাবেই দর্শকরা এই জুটিকে গ্রহণ করেছিল। এ ধারাবাহিকতায় যোগ হতে যাচ্ছে 'জ্বলে মন' ছবিটি।
এ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে জায়েদ খান বলেন, ইতোমধ্যে আফসারি ভাইয়ের এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে শু্যটিং শুরু হবে। এছাড়া একটু আনন্দিত যে, আমার সঙ্গে জুটিবেধে রূপালী জগতে পা রেখেছিলেন পরী। আর তাকেই আরও একবার সহঅভিনেত্রী হিসেবে পাচ্ছি। জায়েদ খান আরও বলেন, এছবিতে ভিন্নলুকে দর্শকরা পাবে আমাকে। এখন থেকেই খোঁচা খোঁচা দাঁড়ি রাখা শুরু করেছি। আফসারি ভাইয়ের নির্দেশে চুলও বড় করতে হচ্ছে। একদম ন্যাচারাল লোকে দেখা যাবে আমাকে।
অন্যদিকে পরীমণি বলেন, বিষয়টি সত্যি আনন্দের। যাকে দিয়ে শুরু তার সঙ্গেই ফের আরও একবার। এছাড়া ছবিটির শু্যটিং হবে পিরোজপুরে। এ খবরে আরও বেশি উচ্ছ্বসিত আমি। কারণ জায়েদ খান এবং আমার বাড়ী পিরোজপুরেই। বলতে পারেন ফিরে যাচ্ছি সেই শিকড়ের মায়াবন্ধনে। এবার যাচ্ছি অভিনেত্রী হিসেবে, তাই শ্যুটিংয়ের আনন্দটা এখন দ্বিগুণ।
বিডি-প্রতিদিন/ ১২ জানুয়ারি, ২০১৬/ রশিদা