'কোয়ান্টিকো' টিভি সিরিয়ালে আন্তর্জাতিক দর্শকমহলের নজর কাড়ার পর এবার হলিউডি বড় পর্দায় পা রাখতে চলেছেন পিগি চপ্স। আবির্ভাবেই মাল্টি-স্টারার ছবি 'বে ওয়াচ'।
দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, বে ওয়াচ ছবির দুই কাহিনিকার ড্যামিয়েন শ্যানন ও মার্ক সুইফ্ট প্রিয়াঙ্কার অন্তর্ভুক্তির কথা স্বীকার করেছেন। ছবিতে এক খল চরিত্রে প্রিয়াঙ্কাকে দেখা যাবে। কেন্দ্রীয় চরিত্র, এক পেশাদার লাইফগার্ড দলের নেতার ভূমিকায় রয়েছেন ডোয়েন জনসন। পর্দায় ষড়যন্ত্রকারীদের হাত থেকে প্রিয় সৈকত রক্ষা করতে জনসনের সঙ্গে জুটি বেঁধেছেন প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়নের চরিত্রে রূপদানকারী জ়্যাক এফ্রন।
ইদানীং দেশে-বিদেশে প্রিয়াঙ্কার সাফল্য অব্যাহত। কিছুদিন আগে মুক্তি পাওয়া ছবি বাজিরাও মাস্তানি বক্স অফিস মাত করেছে। এর আগে তাঁর গানের অ্যালবামও শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। এবার হলিউডে তিনি কতটা দাগ কাটতে পারেন, সেটাই দেখার।
বিডি-প্রতিদিন/ ১৪ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন