বলিউডজুড়ে তীব্র গুঞ্জন শোনা যাচ্ছে যে, 'সানাম রে' মুভির জুটি পুলকিত সম্রাট ও যামি গৌতম নাকি বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। খবরে বলা হচ্ছে, এ দু'জন তাদের সম্পর্কের ব্যাপারে খুবই সিরিয়াস। তাই তারা সম্পর্কটাকে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন। তবে এক্ষেত্রে একমাত্র বাধা পুলকিতের প্রথম বিয়ে। তাই আপাতত দু'জনই প্রথমত এ বিষয়ের সমাপ্তির অপেক্ষায় আছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার
বিডি-প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৬/শরীফ