আখেরি মোনাজাতের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে রবিবার বেলা সাড়ে ১১টায় শেষ হয়েছে বিশ্ব ইজতেমার ৫১তম পর্ব। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই জমায়েতে সাধারণ মানুষের পাশাপাশি অংশ নেন দেশের বিভিন্ন অঙ্গনের তারকারাও।
এদের মধ্যে ছিলেন দেশের খ্যাতনামা কণ্ঠ শিল্পী হাবিব ওয়াহিদ, বর্তমান সময়ের সেরা চিত্রনায়ক শাকিব খান এবং খল নায়ক মিশা সওদাগর। একনামেই সবাই চেনে তাদের। তেমনি নিজেদের গুণের পাশাপাশি স্রষ্টার প্রতি প্রার্থনায় নিজেদের উজাড় করে দেওয়ার জন্যও আছে তাদের সুখ্যাতি। তারই ধারাবাহিকতায় সম্প্রতি বিশ্ব ইজতেমার দ্বিতীয় আসরে উপস্থিত হয়েছিলেন দেশের এই তিন তারকা। সেখানে গিয়ে তারা একসঙ্গে নামাজ আদায় করেছেন এবং অংশ নিয়েছেন আখেরি মোনাজাতে।
বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৬/মাহবুব