চলচ্চিত্রের জনপ্রিয় নায়করাজ রাজ্জাকের ৭৫তম জন্মদিন আগামীকাল ২৩ জানুয়ারি শনিবার। শক্তিমান এই অভিনেতা তাঁর অনবদ্য অভিনয় শিল্প দিয়ে বাংলার মানুষকে কাঁদিয়েছেন, হাসিয়েছেন, নৈতিকতা-মূল্যবোধকে উজ্জীবিত করেছেন।
নায়ক ‘রাজ্জাক’ বাংলা চলচিত্রের এমন এক ব্যক্তিত্ব, দেশ-বিদেশে যার বহু ভক্ত-অনুরাগী রয়েছে। যারা ইন্টারনেটে তাঁর তথ্য অনুসন্ধান করেন। একথা মাথায় রেখে জন্মদিন উপলক্ষ্যে ANUN ICTM তাঁকে একটি অফিসিয়াল ওয়েবসাইট (www.nayakrajrazzak.com) উপহার দিয়েছে।
রাজ্জাকের ছোট ছেলে সম্রাট এই অভিনব উদ্যোগের জন্য অনুন আইসিটিএমকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “আমার বাবার একটি অফিসিয়াল ওয়েব সাইট আসলেই দরকার ছিল। এখন থেকে বাবার যে কোন আপডেট এই ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে''।
বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি, ২০১৬/মাহবুব