হট মুভি 'কিয়া কুল হে হাম থ্রি' দিয়ে বলিউডে পা রাখছেন রাজস্থানি কন্যা গিজেল থাকরাল। হলিউড সেলিব্রেটি কিম কার্দেশিয়ানের চেহারার মতো দেখতে গিজেল ইতোমধ্যে অনেকের নজর কেড়েছেন। নিজের 'কিলার' লুক দিয়ে মুভিটির মাধ্যমে পর্দায় মাতাতে তিনি এখন পুরো প্রস্তুত।
'কিয়া কুল হে হাম' সিরিজের সেক্স কমেডি ধরনের তৃতীয় এই মুভিটির প্রধান চরিত্রে আছেন তুষার কাপুর, আফতাব শিবদাসানি ও মান্দানা কারিমি। মুভিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন থাকরাল। গতকাল ২২ জানুয়ারি মুক্তি পেয়েছে 'কিয়া কুল হে হাম থ্রি' মুভিটি। খবর টাইমস অব ইন্ডিয়ার
বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি ২০১৬/শরীফ