বলিউড সুপারস্টার রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের মধ্যে যে আর প্রেমের সম্পর্ক নেই এটা প্রায় নিশ্চিত বলিউড। কিন্তু এই ভাঙনের পেছনে কে দায়ী তা নিয়ে এখন চলছে নানা জল্পনা। অনেকেই মনে করছিলেন দায়ী রণবীরের মা নীতু কাপুর। আবার বলিউড মহলের একটা বড় অংশের কটাক্ষ ছিল রণবীরের সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোনের দিকে। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে আলিয়া ভাটের সঙ্গে রণবীর কাপুরের ঘনিষ্ঠতাই নাকি এই বিচ্ছেদের অন্যতম কারণ!
বলিউড টাউনের একটি সূত্রের দাবি, ইদানিং আলিয়া সম্পর্কে দুর্বলতা একটু বেশিই বেড়ে গিয়েছিল রণবীরের। চলচ্চিত নির্মাতা ইমতিয়াজ আলির পার্টিতে তাঁদের নাকি ঘনিষ্ঠ অবস্থাতেও দেখা গিয়েছিল। যা ভালভাবে নেননি ক্যাট। সে কারণে নাকি ক্যাট চেয়েছিলেন, অয়ন মুখোপাধ্যায়ের আসন্ন ছবি থেকে আলিয়াকে সরিয়ে দেওয়া হোক। কারণ ছবিতে নায়ক যে রণবীরই।
তবে এই বিচ্ছেদের আসল কারণ নিয়ে নানা জল্পনা চললেও প্রকাশ্যে কেউই এখনও মুখ খোলেননি। এরই মধ্যে অভিনেতা আদিত্য রায় কাপুর সম্পর্কটি জোড়া লাগানোর জন্য চেষ্টা করছেন বলে গুঞ্জন রয়েছে।
বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি, ২০১৬/মাহবুব