জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে পল্লীকবি জসীমউদ্দীনের জন্মস্থান ফরিদপুরে। প্রায় ৫০ হাজার দর্শকের উপস্থিতে পল্লীকবির পৈত্রিক বাড়ির সামনে এবাবের ইত্যাদির দৃশ্য ধারণ করা হয়েছে।
এই ‘ইত্যাদি’তে থাকবে ফরিদপুর ও পল্লীকবি জসীমউদ্দীন সম্পর্কে একটি তথ্যবহুল প্রতিবেদন। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার অন্ধ শিল্পী হেলাল মিয়ার পরিবারের ওপর একটি মানবিক প্রতিবেদন। যে পরিবারের ৭ জন সদস্যই অন্ধ। এবারের পর্বে বিদেশি প্রতিবেদন করা হয়েছে দক্ষিণ-পশ্চিম ইউরোপের গৌরবময় ইতিহাসসমৃদ্ধ দেশ স্পেনের বার্সোলোনায়। এই পর্বে পল্লীকবি রচিত মূল গানটি গেয়েছেন পান্থ কানাই। এ ছাড়া পল্লীকবির তিনটি গানের অংশ বিশেষের সমন্বয়ে তৈরি গানের সঙ্গে নেচেছেন স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী।
আগামী শুক্রবার ২৯ জানুয়ারি রাত ৮টার সংবাদের পর ‘ইত্যাদি’র এ পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে।
বিডি-প্রতিদিন/২৪ জানুয়ারি, ২০১৬/মাহবুব