ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস-৯ আসরের বিজয়ী হয়েছেন প্রিন্স নারুলা। শনিবার বিগ বস গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠানে টিকে থাকা বাকি তিন প্রযোযোগী ঋষভ সিংহ, মনদানা করিমি এবং রোসেল রাওকে হারিয়ে তিনি এই ট্রফি জেতেন। পাশাপাশি পুরস্কারস্বরূপ প্রিন্সকে ৩৫ লাখ রুপি দেওয়া হয়েছে।
সঞ্চালক সালমান খানের পাশাপাশি গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত ছিলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং অভিনেতা আদিত্য রায় কাপুর। জয়ী প্রিন্সের হাতে বিগ বসের পুরস্কার তুলে দেন ক্যাটরিনা এবং আদিত্য।
বিগ বসের মঞ্চে নতুন নয় ক্যাটরিনা। এর আগেও ২০১০ সালে বিগ বসের চতুর্থ সিজনেও উপস্থিত ছিলেন সালমানের সাবেক এই প্রেমিকা। ক্যাটরিনা এবং আদিত্য তাঁদের আগামী ছবি ফিতুরের প্রচারের জন্য বিগ বসের মঞ্চকেই বেছে নেন। ফিতুরের রোম্যান্টিক গান ‘পশমিনা’-র তালে নাচতে দেখা যায় ক্যাটরিনা এবং আদিত্যকে।
গ্র্যান্ড ফিনালেতে ফাইনালিস্টরা ছাড়াও উপস্থিত ছিলেন কিশওয়ার মার্চেন্ট, সুয়াশ রাই, অমন বর্মা, নোরা ফতেহি, প্রিয়া মালিক, জিসেল ঠকরাল এবং যুবিকা চৌধুরি।
প্রসঙ্গত, বিগ বসের আগে আরেকটি রিয়েলিটি শো ‘মি. পাঞ্জাব’ জিতেছিলেন প্রিন্স নারুলা। এ ছাড়া তিনি অংশ নিয়েছিলেন ‘রাওডি’ ও ‘স্প্লিটসভিলা’ রিয়েলিটি শোতে।
বিডি-প্রতিদিন/২৪ জানুয়ারি, ২০১৬/মাহবুব