বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে নিজের দেখা সবচেয়ে দৃঢ়চেতা নারী বলে সম্বোধন করেছেন 'বাজরঙ্গী ভাইজান'খ্যাত সালমান খান। শুধু তাই নয়, মাত্র ১৬ বছর বয়সে ক্যারিয়ার শুরু করে স্রেফ কঠোর পরিশ্রমের মাধ্যমে ক্যাটরিনা কিভাবে আজকের অবস্থানে এসেছেন তা নিয়েও কথা বলেছেন এই অভিনেতা। খবর টাইমস অব ইন্ডিয়ার
গতকাল রাতে 'বিগ বগ-৯'র ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে অতিথি হয়ে এসেছিলেন ক্যাটরিনা। অার তখনই মঞ্চে ক্যাটরিনার এক মন্তব্যের প্রতিক্রিয়ায় ওই কথাগুলো বলেন সালমান। মঞ্চে ক্যাটরিনা জানান যে তিনি যদি বিগ বসের প্রতিযোগিদের জায়গায় থাকতেন তাহলে চরম স্নায়ুবিক দুর্বলায় ভুগতেন। ক্যাটের এমন বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেই সালমান তাকে নিজের জানা সবচেয়ে দৃঢ়চেতা নারী বলে বর্ণনা করেন।
বিডি-প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৬/ শরীফ