পর্নো দুনিয়া কাঁপাতে আসছেন নতুন সানি। নাম শুনে অনেকেই বিভ্রান্ত হতে পারেন তবে এ সানি 'লিওন' নন, তার নাম তামারা সিচ। তাকে সকলে চেনেন সানি নামে।
ডব্লিউ ডব্লিউ ই হল অব ফেমার সানি। যারা টিভি-র পর্দায় নিয়মিত ডব্লিউ ডব্লিউ ই দেখেন, তাদের কাছে এই সানি পরিচিত মুখ। রে জে'র সঙ্গে কিম কার্দাশিয়ানের সেক্স টেপ যে সংস্থা করেছে, তাদের সঙ্গেই চুক্তিবদ্ধ হয়েছেন এই সানি। ছবির নাম 'সানি সাইড আপ, ইন থ্রু দ্য ব্যাকডোর' হতে পারে বলে শোনা যাচ্ছে।
সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত ছবির একটি ক্লিপিং জনপ্রিয়তা পেয়েছে মাত্র কয়েকদিনের মধ্যে। সেখানে যৌনলীলায় মত্ত অবস্থায় সানিকে দেখা গেছে। অবশ্য শুরুতে নাকি পর্নোতে একেবারেই আগ্রহী ছিলেন না সানি। তবে নৈতিক কারণে নয়। সানির মনে হয়েছিল, তাকে যে পারিশ্রমিক অফার করা হচ্ছে, তা যথেষ্ট নয়। পরে সংশ্লিষ্ট সংস্থার তরফে অফার বাড়ানো হয়। ৪৩ বছরের সানি ১৯৯০-এর দশকের গোড়া থেকেই ডব্লিউ ডব্লিউ ই-তে আছেন।
বিডি-প্রতিদিন/ ২৪ জানুয়ারি, ২০১৬/ রশিদা