অক্ষয় কুমার অভিনীত বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত 'রুস্তম' মুভির শুটিং শুরু হয়েছে। এই মুভির মধ্য দিয়েই পরিচালক হিসেবে অাবির্ভাব ঘটছে তিনু সুরেশ দেশাইয়ের। 'রুস্তম' মুভিটির চিত্রনাট্য লিখেছেন বিপুল রাওয়াল। মুভিটিতে অক্ষয়ের বিপরীতে আছেন ইলিয়েনা ডি ক্রুজ। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন এশা গুপ্তা। কৃআর্জ এন্টারটেইনমেন্ট, ফ্রাইডে ফিল্মওয়ার্কস ও জি স্টুডিওস'র প্রথম যৌথ প্রডাকশন হতে যাচ্ছে 'রুস্তম'। খবর টাইমস অব ইন্ডিয়ার
বিডি-প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৬/শরীফ