ইরফান খান, অনীল কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, ওম পুরী, সনু সুদ এবং গুলশান গ্রভের ইতোমধ্যে হলিউডে পা রেখেছেন। দীপিকার এখনো পা না পড়লেও সেখানকার একটি মুভিতে অভিনয়ের ব্যাপারে কথা চূড়ান্ত হয়েছে। ভ্যান ডিজেল অভিনীত একটি মুভিতে দেখা যাবে তাকে। অার এবার হলিউডে পা রাখতে যাচ্ছেন তামিল-হিন্দি অভিনেতা ধনুশ।
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী উমা থুরমান ও আলেকজান্দ্রা দাদ্দারিও অভিনীত একটি মুভিতে 'আজা' নামে একটি চরিত্রে অভিনয় করবেন তিনি। ইরানি-ফরাসি পরিচালক মারজান সাত্রাপির এই মুভিটির নাম 'দ্য এক্সট্রাঅরডিনারি জার্নি অব দ্য ফকির হু গট ট্র্যাপট ইন অ্যান ইকেয়া কাপবোর্ড'। ভারত, ফ্রান্স, ইতালি ও মরক্কোতে চলতি বছরের মাঝামাঝি এর শুটিং শুরু হবে বলে একটি সূত্র জানিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার
বিডি-প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৬/শরীফ