ফের খবরের শিরোনাম হলেন পর্নোতারকা থেকে বলিউড অভিনেত্রী বনে যাওয়া সানি লিওন। বলিউড অভিনেতা সানি দেউল ও অভিনেত্রী সানিকে নিয়ে স্থানীয় গণমাধ্যমে রসিকতা করা হয়েছে। এর প্রেক্ষিতে পাঞ্জাবি বংশোদ্ভূত অভিনেত্রী সানি দেউলের কাছে দুঃখবোধ প্রকাশ করেছেন।
অবশ্য নিছক মজা থেকেই সানি দেউলের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন সানি লিওন। সানি দেওলকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'আমাদের নিয়ে যে 'ভয়ানক' রসিকতাগুলো করা হয়, তার জন্য আমি দুঃক্ষিত। আমাকে ক্ষমা করে দিন। এমন রসিকতাগুলোর জন্য দায়ী একমাত্র আমি।' খবর টাইমস অব ইন্ডিয়ার
বিডি-প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৬/শরীফ