'শাকিরা'! এই নাম হয়ত সকলেরই শোনা। তবে শাকিরার নামের সঙ্গে অতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছে 'Waka Waka' গানটি।
তাঁর নাম বললেই সকলের মনে প্রথমেই আসে এই গান। ২০১০ সালে ফিফা বিশ্বকাপের সময় এই থিম গানটি গেয়েছিলেন এই কলম্বিয়ান গায়িকা। এই গানের ভিডিওর দর্শক সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ কোটি।
শাকিরার মতে এই গানই তাঁর জীবন পরিবর্তন করে দিয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৮ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন