পড়াশুনা নিয়ে এত বেশি ব্যস্ত ছিলেন যে ১৮ বছর পর্যন্ত সানি লিওনের ছেলেবন্ধু ছিলো না বললেই চলে। কলেজ জীবনে লেখাপড়ার পাশাপাশি ভিডিও এডিটের কাজ করতেন। তাই আড্ডাবাজির সময়ও ছিল না বললে চলে। আর ছেলেরাও তার প্রতি খুব একটা আগ্রহ দেখাতো না।
নিজের ফেলে আসা কৈশোর নিয়ে এমনটাই বলেছেন সাবেক পর্নতারকা ও বর্তমানে বলিউড মাতানো অভিনেত্রী সানি লিওন।
সানি বলেছেন, পড়াশোনা নিয়ে তিনি এতটাই ব্যস্ত ছিলেন যে বন্ধুমহলে সেভাবে পরিচিতই ছিলেন না। লেখাপড়াতেও মাঝারিমানের ছিলেন তিনি। এজন্যই আঠেরো বছর বয়স পর্যন্ত ছেলেদের কাছে সেভাবে জনপ্রিয়ও ছিলেন না তিনি। ছেলেরা তাঁকে পাত্তাই দিত না। এছাড়া কলেজ জীবনে ভিডিও এডিটসহ বিভিন্ন কাজে জড়িয়ে পড়ায় তার বন্ধুর সংখ্যাও ছিল কম।
তবে সানির সে কৈশোরের চিত্র এখন পুরোটাই উল্টে গেছে। যারা তাকে এক সময় পাত্তাই দিত না, তারা এখন সানির ফলোয়ার। সানি এখন অনেক পুরুষের নয়নের মণি। সেই অচেনা কিশোরীটি আজ সারা বিশ্বে এক নামে পরিচিত।
বিডি-প্রতিদিন/২৮ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ