হৃত্বিক বনাম কঙ্গনা। কঙ্গনার ‘এক্স’ দাবির জবাবে এক ট্যুইট বার্তায় হৃত্বিক রোশন জানালেন ‘‘আমার সঙ্গে এক নারীর (আমি নিশ্চিত তিনি সুন্দরী) নাম জড়ানোর প্রাণপন চেষ্টা চালাচ্ছে মিডিয়া। তার থেকে বরং আমার পোপের সঙ্গে সম্পর্কে জড়ানোর সম্ভাবনা অনেক বেশি ছিল। ধন্যবাদ কিন্তু ধন্যবাদ নয়।’’ (Ther r more chances of me having had an affair with d Pope dan any of d (Im sure wonderful) women d media hs ben naming.Thanks but no thanks.)
'কৃষ-৩' মুভি থেকেই হৃতিক-কঙ্গনার সম্পর্ক নিয়ে ফিসফিসানির শুরু। যদিও প্রকাশ্যে এই নিয়ে কেউই কোন দিন মুখ খোলেননি কেউই। সম্প্রতি ‘আশিকি ৩’-এ হৃত্বিকের সাথে কঙ্গনাকে কাস্ট করার কথা জানালেন পরিচালক। আর কঙ্গনার নাম শুনেই বেজায় চটে গেলেন হৃত্বিক! পরে অবশ্য এই ছবি থেকে সরে যান কঙ্গনা নিজেই।
কয়েকদিন আগে হৃত্বিকের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কিন্তু হৃত্বিক নাম না করেই অস্বীকার করেন। বললেন, কোনো সম্পর্ক ছিল না।
বিডি-প্রতিদিন/ ৩০ জানুয়ারি, ২০১৬/ রশিদা