গত বছরের শেষ দিকে ভারত ধর্মীয়ভাবে অসহিষ্ণু এমন মন্তব্য করে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেতা আমির খান। কথিত অসহিষ্ণুতার প্রেক্ষাপটে দেশজুড়ে সৃষ্ট বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে স্ত্রী কিরণ রাও তাকে ভারত ছাড়ার পরামর্শ দিয়েছিলেন বলে এক বিবৃতিতে বলেছিলেন পিকে তারকা। এমন বক্তব্যের প্রেক্ষিতে অামিরকে দেশটি ছেড়ে পাকিস্তানে আশ্রয় নেয়ারও আহ্বান জানিয়েছিল হিন্দুত্ববাদী দল শিবসেনা। উগ্র হিন্দুত্ববাদীরা তার বাড়ি ঘিরেও অবস্থান নিয়েছিল। এমনকি এখনো সামাজিক মাধ্যমে তাকে সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
আর এবার ভারতে বিদ্যমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। নিজের ধর্মীয় পরিচয় দিতে গিয়ে ভয় হয় বলে অাইবিএন লাইভের সঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছেন মি খের। অথচ এই অভিনেতাই দেশটি ধর্মীয়ভাবে সহিষ্ণু বলে দীর্ঘ প্রচার চালাচ্ছেন। ইউটার্ন নিলেন বটে!
ভারতঝুড়ে বিদ্যমান পরিস্থিতিতে বলিউডের কয়েকজন সেলিব্রেটি উদ্বিগ্ন এ বিষয়ে নিজের মত কি সাক্ষাৎকারে জানতে চাওয়া হয়েছিল অনুপম খেরের কাছে। তিনিসহ অভিনয় পেশায় থাকা প্রত্যেকে এ নিয়ে ভীত বলে বর্ষীয়ান এ অভিনেতার উত্তর। কপালে টিপ দিলে ও হলুদাভ কাপড় পরিধান করলে লোকে তাকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অারএসএস'র সদস্য বা গোড়া বিজেপি হিসেবে ভাবতে পারে বলেও তার মত।
বিডি-প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৬/শরীফ